বঙ্গনিউজবিডি ডেস্ক:আফগানিস্তানের কাবুল ছেড়ে আসা একটি মার্কিন পরিবহণ বিমানের চাকায় মিললো এক আফগান তরুণের লাশ। খবর পলিটিকো। সোমবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক ঘণ্টা পরই আমেরিকান সি-১৭ পরিবহণ বিমানের চাকায় তার লাশ পাওয়া যায়।
বিমানের চাকায় দেহটি সাময়িকভাবে অচল করে দিয়েছিলো। বিমানটি চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে লাশ খুঁজে পান ক্রুরা।
ওই বিমানবন্দরের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, দেশ থেকে পালিয়ে যেতে অনেক আফগান রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে। অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দুজন মানুষ ছিটকে পড়ে মারা যায়। এর মধ্যে একজন একটি ভবনের ছাদে পড়ে মারা যান। ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিলো।