বঙ্গনিউজবিডি ডেস্ক:এক লাফে ভারতের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ১০ হাজারেরও বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশটির দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। মঙ্গলবার ভারতে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭।
সংক্রমণ বাড়লেও বাড়েনি ভারতের দৈনিক মৃত্যু। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের।
ভারতের মধ্যে কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮০৪), কর্নাটক (১,২৯৮), অন্ধ্রপ্রদেশ (১,০৬৩)। ওড়িশা এবং আসামেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতির জেরে ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৯৫ জনই কেরালায়। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সক্রিয় রোগী রয়েছেন ৬৪ হাজার ৭৯০ জন।