বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে খুব সীমিত যে কয়েকজন ক্রিকেটারের গায়ে টেস্ট খেলোয়াড়ের তকমা লেগেছে, তাদের একজন ওপেনার সাদামান ইসলাম অনিক। জাতীয় দলে অভিষেকের তিন বছর হয়ে গেছে, তবে সীমিত ওভারের দুই ফরম্যাটে সুযোগ মেলেনি তার। ঘরোয়া ক্রিকেটে একদিনের ফরম্যাটেও নেহায়েত মন্দ করেন না সাদমান। তবে মেলে না সুযোগ। তিনি খুব করে চাচ্ছেন, শরীর থেকে টেস্ট ক্রিকেটারের তকমা মুছে ফেলতে।
আজ (বুধবার) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাদমান বলেন, ‘সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো।’
লিট ‘এ’ ক্রিকেটে ৫৮ ইনিংসে নামের পাশে যোগ করেছেন ২১১৮ রান। ১৩টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। গড়টাও খারাপ না একেবারে, প্রায় ৩৯ ছুঁই ছুঁই।
জিম্বাবুয়ের সফরে টেস্ট সিরিজের পর আর মাঠে নামা হয়নি সাদমানের। লকডাউনের প্রভাবে অনুশীলনেও করতে পারেননি। লকডাউন শেষ হলে আবার মাঠে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সুযোগ মিলতে পারে বাংলাদেশ ‘এ’ দলে।
আগামী মাসে হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। সেখানে ‘এ’ দলের হয়ে খেলতে পারেন সাদমান। আপাতত সে দিকেই চোখ তার।
সাদমান জানালেন, ‘দেশের স্বার্থে লকডাউন দেওয়া হয়েছিল ওটা তো আমাদের মানতেই হবে। তো এখন যে রকম আমাদের সময় আছে চেষ্টা করছি এ সময়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সামনেও সময় আছে আশা করি নিজেকে প্রস্তুত করতে পারব।’