বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
পাঞ্জাব প্রদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়ে জানিয়েছেন। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’
বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
আইনশৃঙ্খলা বাহিনীর ইতোমধ্যে দেশটির বড় শহরগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে বৃহস্পতিবার পাকিস্তানের অনেক শহরের বাসিন্দারা মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না। যেসব সড়কে আশুরার মিছিল অনুষ্ঠিত হয় সেগুলোও আপাতত বন্ধ রাখা হয়েছে।
ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্বের জেরে ৬৮০ খ্রিস্টাব্দে আরবি মহররম মাসে ইরাকের কারবালা প্রান্তরে খিলাফত দাবিদার ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল মহানবীর দৌহিত্র ইমাম হোসেন (রঃ) নেতৃত্বাধীন বাহিনীর। যুদ্ধে নির্মমভাবে নিহত হন ইমাম হোসেন (রঃ)। মহররমের ১০ তারিখ বা আশুরার দিন নিহত হয়েছিলেন ইমাম হোসেন (রঃ)।
৬৪০ খ্রিস্টাব্দে মহানবীর ইন্তেকালের পর খিলাফত প্রশ্নেই আরবের মুসলিম সমাজে বিভেদ দেখা দেয় এবং মহানবীর চাচাত ভাই ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রঃ)-এর অনুসারী ও সমর্থকরা নিজেদের ‘শিয়াত-ই-আলী’ বা আলীগোষ্ঠী হিসেবে উল্লেখ করে পৃথক হন; সেই থেকে ইসলামে সুন্নি ও শিয়া- দুই প্রধান গোত্রের উদ্ভব।
আশুরার দিনটি সুন্নি মুসলিমদের কাছেও পবিত্র দিন হিসেবে বিবেচিত, কিন্তু শিয়া মুসলিমরা অনেক ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দিনটি পালন করেন। এ উপলক্ষে ইমাম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে মিছিল করা শিয়া সংস্কৃতির অপরিহার্য অংশ।
পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম। হাজার বছর ধরে উপমহাদেশে সুন্নি ও শিয়া মুসলিমরা মিলে মিশে থাকলেও গত প্রায় দু’দশক ধরে পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন শিয়ারা।
শিয়াদের প্রতি পাকিস্তানের কট্টরপন্থি সুন্নি মুসলিম সংগঠন ও নেতাদের অসহিষ্ণু মনোভাব থেকেই এই হামলাসমূহ হচ্ছে বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সূত্র : এএফপি