বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর বনানী ও উত্তরা থেকে ভয়ঙ্কর মাদক আইস কেনাবেচায় জড়িত সিন্ডিকেটকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।এসময় অর্ধকোটি টাকা সমমূল্যের ৫০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাত থেকে ডিএনসির ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল অভিযান চালিয়ে আইস ও ইয়াবা উদ্ধার করে।
বনানী ও উত্তরা এলাকায় আইস কেনাবেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের প্রায় সব সদস্যকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ব্যাপারে ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রায় সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এ সিন্ডিকেট নেটওয়ার্কের বিষয়টিও জানতে পেরেছে ডিএনসি।