বঙ্গনিউজবিডি ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মশিউর রহমান রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে আটক করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে আটক করেছে জানা নেই। সকল মামলায় রনি জামিনে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রনি হেফাজতের হরতালে সহিংসতার মামলায় সন্দেহভাজন পলাতক আসামি ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার আসামি, এসব মামলায় তাকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। পরে রাতেই তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।