বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতীয় বিমানবাহিনীর একটি ফ্লাইটের দ্বিতীয় ব্যাচে গতকাল রবিবার দিল্লি পৌঁছেছেন আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আসা ১৪৬ জন যাত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দ্রম বাগচি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অরিন্দ্রম বাগচি আরও জানান, রবিবার সকালে ভারতীয় বিমানবাহিনীর ওই উড়োজাহাজটি কাবুল বিমানবন্দর ছেড়ে আসে। এছাড়াও কাবুল থেকে তাজিকস্তানে আশ্রয় নেওয়া আরও ৮৭ জনকেও ওইদিন ভাতীয় বিমানবাহিনী দিল্লি নিয়ে আসে। এদের মধ্যে দুজন নেপালের নাগরিকও রয়েছেন।
অন্যদিকে, ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, আরও ৪০০ ভারতীয় নাগরিক এখনও আফগানিস্তানে আটকা পড়ে আছেন।