বঙ্গনিউজবিডি ডেস্ক: কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় তাদের ১২ জন সেনা নিহত হয়েছেন। তার মধ্যে ১১ জন মেরিন সেনা। একজন নৌ ডাক্তার। আহত হয়েছেন আরও তিনজন। মার্কিন মুখপাত্র জন কিরবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে প্রথম হামলাটি হয় বিমান বন্দরের আবে গেটের কাছে। আর অপরটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর মধ্যে অন্তত একটি আত্মঘাতী হামলা ছিল।