বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীবাসীর সুবিধায় মেট্রোরেলের বিস্তৃতি হবে কমলাপুর পর্যন্ত। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আজ রবিবার সকালে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কাজের উদ্বোধন করবেন।
শেখ হাসিনা বলেন, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ করা হলে, প্রাচ্য ও প্রাশ্চাত্যে চলাচল করা বিমানগুলোর রিফুয়েলিং পয়েন্টে রূপান্তরিত হবে কক্সবাজার বিমানবন্দর।
সমুদ্র তীরবর্তী জমি পুনরুদ্ধারের মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে সরকার বিমানবন্দটির আরও উন্নয়ন ঘটানোর পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে আন্তর্জাতিক বিমান কোম্পানিগুলো তাদের বড় বড় বিমানকেও এ বিমানবন্দরে অবতরণ করাতে পারে।
প্রকল্পটি সম্পন্ন হলে নতুন ১০ হাজার ৭০০ ফুট রানওয়ে হবে, যার ফলে আন্তর্জাতিক ফ্লাইটের বোইং ৭৭৭ ও ৭৪-এর মতো বড় আকারের বিমানগুলো এ বিমানবন্দরে অবতরণ করতে পারবে এবং এর ফলে এখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পথ সুগম হবে।