সোমবার (৩০ আগস্ট) রাতে জন্মাষ্টমী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি আজ যে মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন এ মন্ত্রণালয়ে সৃষ্টি করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপি সৃষ্টি করেছিল। আজ মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করছেন। তার জন্য আপনাকে অবশ্যই জাতির সামনে জবাবদিহি করতে হবে।’
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা মুক্তিযুদ্ধের চেতনাতেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ একদলীয় একটি শাসনব্যবস্থা, এক ব্যক্তির একটি শাসনব্যবস্থায় বিশ্বাস করে, সেই লক্ষ্যে তারা কাজ করছে।’