বঙ্গনিউজবিডি রিপোর্ট : শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। মাত্র চার কার্যদিবস চলবে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। আজ বুধবার ( ২ সেপ্টম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে অধ্যাপক আলী আশরাফকে শোক জানালো জাতীয় সংসদ। কুমিল্লা-৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলী আশরাফের মৃত্যুতে আনা শোকপ্রস্তাব সর্বসম্মতক্রমে গ্রহণ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। পরে আলী আশরাফসহ মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন মাদানি।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন মৌলভীবাজার-২ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
বক্তবে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাজাতির জনক বঙ্গবন্ধুর সহপরিবার হত্যার পর শোকাবহ সেই জাতিকে উজ্জীবিত করতে যে কয়জন মানুষ কাজ করেছিন তাঁর মধ্যে অন্যতম ব্যাক্তি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। জাতির জনকের স্বপ্ন নিয়ে যার রাজরৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র লীগের মধ্যে দিয়ে। যার রাজনৈতিক জীবন শুরু থেকে শেষ জীবন পর্যন্ত সেই রাজনৈতিক বিশ্বাস নিয়ে ছিলেন। একজন অমায়িক মাঠির মানুষ ছিলেন তিনি। সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দীর্ঘ
রাজনেতিক জীবনে যে ভুমিকা পালন করেছিলেন আমি তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। এছাড়া আলী আশরাফসহ সকল মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং শান্তি কামনা করেন।
অন্যদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মুহম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী মুজিবুল হক, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, বিকল্প ধারার আব্দুল মান্নান।