রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরের দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
ওই শিক্ষার্থীর আত্মীয় নাজমুল ইসলাম জানান, তার বাবা কবির হোসেন বেশ কিছুদিন হলো নিখোঁজ রয়েছেন। তার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে। সে নানির কাছেই থাকত। বেশ কিছুদিন আগে সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমৃতা চাকমা জানান, আমরা সকাল সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য দুপুরের দিকে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি, নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ওই শিক্ষার্থী ফাঁস দিয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।