ববঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর।’
নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না বলেও জানান ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। ২০২৩ সাল থেকে এটি কার্যকর হবে।’ এ ছাড়া ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না বলেও জানান তিনি।