বঙ্গনিউজ বিডি ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইনকে মারধরকারী চার আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা জেলা আনসার কমান্ডার আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিনি বলেন, ‘মোহর আলী, ওমর ফারুক, রমজান আলী ও যুগল সরকারের বিরুদ্ধে অভিযোগ আসায় তাদেরকে আনসার থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল খরচের দায়িত্ব নিবে আনসার। আমরা এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’
এর আগে মারধরের ঘটনায় চারদফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দেয়া শর্তগুলো হলো- মারধরের শিকার শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা, দোষীদের স্থায়ী বহিষ্কার করা ও গ্রেফতার করা এবং স্মৃতিসৌধে অনৈতিক কাজ বন্ধ করা।
শিক্ষার্থীদের দেয়া এসব শর্ত মেনে নেয়ার পর মহাসড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।