বঙ্গনিউজবিডি ডেস্ক : গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদে ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কমিটির সদস্য কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম উপস্থিত ছিলেন।
সভায় কমিটির ৮ম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এছাড়াও সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরি এবং দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া নেয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।