সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মুকুট জয়ের পর মুহুর্ত কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, সত্যিই অন্যরকম অনুভূতি। ভালো লাগছিল। কিন্তু আমার নিজের দেশকে মিস করছিলাম। মিস করছিলাম বাবা-মা নিজের কমিউনিটিকে। আশপাশে কোনো বাংলাদেশি ছিল না।
সাবিকুননাহার নিকা মুকুট পরার সময় ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়েছিল। প্রথমে তিনি ২০২০/২০২১ রোস্তভ বিউটি এবং রোস্তভ ফটোশুটে অংশ গ্রহণ করে প্রথম হন পরবর্তীতে মিস্ রাশিয়ায় অংশগ্রহণ করে মিস ইন্টারন্যাশনাল হন। রাশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি এশিয়া মহাদেশের বাংলাদেশি হিসেবে মিস ইন্টারন্যাশনাল মুকুট জয় করল। বাবা মায়ের একমাত্র সন্তান নিকা। তার বাবা মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ সেনাবাহিনীতে ননকমিশন অফিসার বর্তমানে কুয়েত পুনর্গঠন মিশনে কর্মরত। তার মা মিসেস শাহনেওয়াজ চৌধুরী গৃহিণী। ফটো মডেল রাশিয়া ইন্টারন্যাশনাল ২০২১ সাবিকুননাহার নিকার কাছে সৌন্দর্যের সংজ্ঞা খুব পরিষ্কার। তিনি মনে করেন মানবিকতা এবং আত্মবিশ্বাসই সৌন্দর্য। সেইসঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার। নিকা বর্তমানে কাজ করছেন বিভিন্ন ফ্যাশন প্রতিষ্ঠানের সঙ্গে। আগামী মাসে মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্টেট ফ্যাশন উইক উইন্টার সিজন। সেখানেও অংশগ্রহণ করতে যাচ্ছেন সাবিকুননাহার নিকা। এ ছাড়াও রাশিয়ার বিখ্যাত মডেলিং এজেন্সি ‘ইমেজএলিট’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের এই কৃতী সন্তান। নিকা বলেন, রাশিয়ার মডেলিং জগৎ অনেক সমৃদ্ধ। এখানে সবাই অনেক বেশি প্রফেশনাল। এখানে আবেগের জায়গা খুব কম। ধরেন কারও হাইট কম তাহলে সে কোনো অবস্থাতেই কাজ পাবে না। আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে স্বজনপ্রীতির কোনো ব্যাপার নেই। সবাই খুব বেশি প্রোফেশনাল এখানে। রাশিয়ার জাতীয় দৈনিক রুস্তভস ইভেনিংয়ে সাবিকুননাহার নিকাকে নিয়ে একটি বড় ফিচার প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে নিকা ভালো একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। সেইসঙ্গে মডেলিংয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম তুলে ধরতে চান অনন্য উচ্চতায়। স্বপ্ন দেখেন এক দিন পৃথিবীর প্রতিটি মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে। আর আমরা সকলেই জানি মানুষ তার স্বপ্নের চেয়েও বড়।