বঙ্গনিউজবিডি রিপোর্টঃ পোস্টমাস্টারের মাসিক সম্মানী তিনগুণ বাড়ানোর দাবিতে শেরপুর জেলায় শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার, ২ অক্টোবর ২০২১ ইং দুপুর ১২ টায় শেরপুর জেলার অন্তর্ভুক্ত সকল ( ই. ডি) কর্মচারীগণ ১৫ আগস্ট এর শোক প্রকাশে ১ মিনিট নিরবতা পালন সহ প্রধানমন্ত্রীর দীর্ঘআয়ু ও সুস্থতা কামনা করেন এবং তাদের সম্মানি বেতন তিনগুণ বাড়ানোর কথা জানান।
কেন্দ্রীয় কমিটির ঘোষণার প্রেক্ষাপটে শেরপুর জেলায়
পোস্টমাস্টারের মাসিক সম্মানী তিনগুণ বাড়ানোর দাবি ও পোস্টমাস্টারের মাসিক সম্মানী তিনগুণ বৃদ্ধি করাসহ ১০ দফা দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত করেছে শেরপুর জেলার অন্তর্ভুক্ত সকল ( ই.ডি ) কর্মচারীগণ। তারা বলেন বর্তমান ডিজিটাল ডাকঘরের একজন পোস্টমাস্টারের সম্মানি ভাতা ৪৪৬০ টাকা খুবই কম। যা তাদের সম্মানিত হওয়া থেকে অসম্মানজনক বলে দাবী করেন।
শনিবার দুপুর ১২ টা (২ অক্টোবর ) শেরপুর জেলার প্রধান ডাকঘর এর সম্মুখে বাংলাদেশ পোস্টাল (ই.ডি) কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ শান্তি পূর্ণ মানববন্ধন আয়োজন করা হয়। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেরপুর জেলার কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ খাদেমূল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক সহ প্রায় আড়াইশ ( ই. ডি) কর্মচারীগণ এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন ও
প্রধানমন্ত্রী বরাবর ১০টি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- ই.ডি. কর্মচারীদের সম্মানী ভাতার তিনগুণ বৃদ্ধি করতে হবে, ডিজিটাল পোস্ট অফিস ই.ডি কর্মচারী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠান করতে হবে এবং উক্ত অনুষ্ঠানে প্রত্যেক ডিজিটাল পোস্ট অফিসের একজন করে প্রতিনিধি যোগদান নিশ্চিত করতে হবে, ডিজিটাল পোস্ট অফিসের (ই.ডি) কর্মচারীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে, ই.ডি কর্মচারীদের দুই মাসের সম্মানী বা তার সমপরিমাণ টাকা উৎসব ভাতা হিসেবে প্রদান করতে হবে, বাংলা নববর্ষ বৈশাখী ভাতা প্রদান করতে হবে, গঠিত ই.ডি কর্মচারী কল্যাণ ট্রাস্টের সরকারি অনুদান প্রধানমন্ত্রীর সরকারি তহবিল থেকে ১০ কোটি টাকা অনুদান মঞ্জুরি প্রদান, ডিজিটাল পোস্ট অফিসে ই.ডি কর্মচারী শূন্যপদ পূরণ এবং ই.ডি নাইটগার্ড নিয়োগের দাবি, ই.ডি.ডি.এ এবং ই.ডি.এম.সি প্রত্যেককে একটি করে প্যান্ট ও একটি করে শার্ট প্রদান করতে হবে, ই.ডি কমিটি গঠন করতে হবে ও ডাক বিভাগীয় নিয়োগ ক্ষেত্রে ই.ডি কর্মচারীদের কোটা সংরক্ষণ করতে হবে।