সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে সোমবার বিকাল ৪টায় গণভবনে শুরু হওয়া সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল। বিশেষত কোভিড ১৯ টিকার সার্বজনীন প্রাপ্যতা। মহামারী থেকে টেকসই পুনঃউদ্ধার সংক্রান্ত শীর্ষ সভায়সমূহে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।