প্রিয়াঙ্কা বলেছেন, কংগ্রেস যদি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে তাহলে রাজ্যের এইচএসসি পাস করা ছাত্রীদের স্মার্টফোন ও স্নাতক পাস ছাত্রীদের ইলেকট্রিক স্কুটার দেওয়া হবে।
প্রিয়াঙ্কা গান্ধীর এই প্রতিশ্রুতি নিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। বৃহস্পতিবার টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘গতকাল কয়েকজন ছাত্রীর সঙ্গে দেখা করলাম। ওরা বলল, পড়াশোনা আর নিরাপত্তার জন্য ওদের স্মার্টফোন চাই। তাদের এই চাহিদা মেনে দলের ইস্তাহার কমিটির অনুমতি নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে দ্বাদশ পাস ছাত্রীদের একটি করে স্মার্টফোন দেওয়া হবে। আর সব স্নাতক পাস ছাত্রীকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটার।’