বঙ্গনিউজবিডি ডেস্ক: ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি বড় দল হয়ে উঠেনি টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স অন্য দলগুলোর কাছে ভয়ের কারণ স্বাভাবিকভাবেই।
তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশ বরাবরের মতোই দুর্দান্ত। ঘরের মাঠে তো বটেই, দেশের বাইরেও বড় দলগুলোকে হারিয়েছে টাইগাররা। সব মিলে বাংলাদেশ দল এতটা সহজ প্রতিপক্ষও নয় যে বলে কয়ে হারিয়ে দেয়া যাবে।
বুধবারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইংলিশ উইকেট রক্ষক-ব্যাটার জশ বাটলার যেমনটা বলেছিলেন, শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশের সঙ্গে লড়াইটা হবে কঠিন।
কিন্তু ম্যাচে হয়েছে উল্টো। বাংলাদেশ পাত্তাই পায়নি ইংল্যান্ডের সামনে। ম্যাচ শেষে ইংলিশ ওপেনার জেসন রয় বলেছেন, “আমি মনে করি না বাংলাদেশ সহজে হারার মতো দল। তাদের মধ্যে অনেক ম্যাচ উইনার আছে। এ ছাড়া আছে কিছু দুর্দান্ত ক্রিকেটার।”
দলের জয়ে দারুণ ভূমিকা ছিল রয়ের। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রয় একাই খেলেন ৩৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস। ভিন্ন কন্ডিশনে খেলতে নেমেও কীভাবে নিজের সেরাটা উজাড় করে দিতে পেরেছেন রয়। এ নিয়ে এই ওপেনার বলেছেন, “আমরা এখানে নিজের কাজটাই করতে এসেছি, সাধারণ ভাবেই আমরা এটা করি। অন্য দলগুলো কী করে আমরা এটা বেশি দেখি না। আমরা শুধু আমাদের ক্যাম্পের সবকিছু ঠিক আছে কী না সেটা নিশ্চিত করি, এবং দায়িত্ব পালন করি।”