বঙ্গনিউজবিডি ডেস্ক: সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি বলেন, শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার প্রধান। তিনি সবসময় সাংবাদিকদের পক্ষে থাকেন। তাই সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চিহ্নিত করতে হবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিজিওথেরাপি ক্যাম্পিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।
এনামুল হক শামীম বলেন, সমাজের অবহেলিত মানুষের ভরসার স্থল সাংবাদিকরা। যখন কোথায়ও যাওয়ার সুযোগ পায় না তখন আপনাদের কাছে আসে। যে কোনো সত্য উদঘাটনে সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেখ হাসিনার কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন। একটি ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। এখানে সত্য মিথ্যা সবই থাকে। কিন্তু সত্যতার জন্য সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে থাকে।