বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। তারপর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদেরও হারিয়েছে পাকিস্তান।
যার কারণে দুই দলের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এ দিকে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। যার কারণে গ্রুপ দুই থেকে সেমি-ফাইনালে পাকিস্তানের সঙ্গে কারা যাচ্ছে, সেটা ধারণা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে জিতেছে আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে শেষ মুহূর্ত লড়াই করে হেরেছিল মোহাম্মদ নবীরা। কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে ১৩০ রানের জয় এবং নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে ভারত-নিউজিল্যান্ডের দিকে চোখ রাঙাচ্ছে আফগানরা। এই দুই দলের যে কাউকে হারাতে পারলেই গ্রুপে জমজমাট লড়াই করে সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে পারে তারা।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নামিবিয়া। তাতেই ৬২ রানের বড় জয়ের দেখা পায় আফগানরা।