বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথম দিন পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিনে পেলেন দেড় শ’ রান। পাল্লেকেলে টেস্টে বলা চলে রীতিমতো উড়ছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।
প্রথম দিন শেষে শান্ত অপরাজিত ছিলেন ১২৬ রানে। দ্বিতীয় দিনেও শান্ত মেজাজে ব্যাট করছেন তিনি। মুমিনুলের সেঞ্চুরির পর শান্ত স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক।
ম্যাচের প্রথম দিন ধনাঞ্জায়াকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন শান্ত। এবার ১৪৭ রানের মাথায় আবার সেই ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে দেড় শ’ পূর্ণ করেন তিনি। শান্ত বল খরচ করেন ৩৪৩। এর মধ্যে ছিল ১৬টি চার ও একটি ছক্কার মার।
শান্তর দেড় শ’ রানের আগে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। দুই সেঞ্চুরিতে একটা রেকর্ড হয়ে গেছে। আর তা হলো বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো তিন ও চার নম্বরে নেমে দুই ব্যাটসম্যানই পেলেন সেঞ্চুরির দেখা।
২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এর মধ্যে ছিল ৯টি চারের মার। টেস্ট ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি মুমিনুলের। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ৯ সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল।
লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান। নাজমুল হোসেন শান্ত ১৫৫, মুমিনুল হক ১০৭ রানে আছেন অপরাজিত।