বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনার বুস্টার ডোজ টিকা দেওয়ার চিন্তা-ভাবনা সরকার করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
তিনি আরো বলেন, দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরে বুস্টার ডোজ দেওয়া হবে।
মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
ড. জাহিদ মালেক বলেন, টিকাদান মোটামুটি একটা পর্যায় গেলে তখন আমাদের টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। এক্ষেত্রে যারা ভালনারেবল পপুলেশনে রয়েছেন, তাদের আমরা আগে দেওয়ার কথা চিন্তা করব। যেভাবে অন্যান্য দেশে শুরু হয়েছে আমরাও সেটা চিন্তা-ভাবনা করব।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত ২১ কোটি টিকা ক্রয় করেছে সরকার, যার মধ্যে ১১ কোটি হাতে পেয়েছি। এরই মধ্যে সাড়ে ৮ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন ১৫ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে।