বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করবেন। সদ্য দুই সপ্তাহ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।
এমএম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগ অংশ নেন। এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেঠক করেন প্রধানমন্ত্রী। এরপর ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।