বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ গত ২২ নভেম্বর, ২০২১ ছিল সনামধন্য কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র ৫০তম জন্মবার্ষিকী। দিনটিকে যথাযোগ্য আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল একগাদা বর্ণাঢ্য কর্মসূচির। অনুষ্ঠান সূচীতে ছিল কবি জীবনের বিবিধ দিক নিয়ে আলোচনা, ‘সমাজ বিনির্মানে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, মাসিক ভিন্নমাত্রা পত্রিকা প্রকাশনার ১২তম বছরে পদার্পণ বিষয়ক আলোচনা-অনুভুতি প্রকাশ, বিবিধ ক্যাটাগরিতে যোগ্য ব্যক্তিবর্গকে ভিন্নমাত্রা সম্মাননা-২০২১ প্রদান-সহ বিবিধ অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কর্তণ ও বিতরণ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত, দৈনিক প্রথম বেলা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম,শিশু সাহিত্যিক প্রফেসর ড. এমদাদ খান, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ঢাকা জেলা প্রধান জনাব মোহাম্মদ লোকমান, বিশিষ্ট শিক্ষা ও জনসংযোগবিদ এবং তর্কবাগীশ সাহিত্য পরিষদ সভাপতি ড. হাবিবুর রহমান খান, মোঃ রবিউল হক রৌদ্র-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনার
দায়িত্বে ছিলেন কবি মেঘলা জান্নাত।
অনুষ্ঠানে আগতঃ মেহমানদের প্রশংসার জবাবে কবি মাসুম বিল্লাহ বলেন,নিজ জীবনকে আলোকিত করার জন্য সকল বিদ্যানই চেষ্টা করেন।কিন্তু আলোকিত জীবনের অর্থ শুধু নিজকে আলকিত করা নয়। বরং সবার মাঝে নিজের আলোটাকে ছড়িয়ে দিয়ে সমাজ ও সমাজবদ্ধ মানুষকে প্রকৃত সুস্থ সুন্দর আল্লাহ প্রেমি করে গড়ে তোলার মধ্যে সার্থকতা বিদ্যমান। দল মত ধর্ম বর্ন ধনী গরীব নির্বিশেষে সকল মানুষের কল্যান কামনা করা একজন প্রকৃত ও শুদ্ধ মানুষের চরিত্র। আমার এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত থেকে আমাকে দোয়া ও ভালোবাসা দেওয়ার জন্য আমি সবার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
অনুষ্ঠানের সবশেষে আগত মেহমানদের মধ্যে কেক ও হালকা নাস্তা বিতরণ করা হয়।