বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে ১২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সংসদ সদস্য ( রংপুর) মসিউর রহমান রাঙ্গা সভাপতি ও খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সাধারণ সভায় দেশের সব জেলা থেকে প্রায় ৭০০ জন কাউন্সিলর/ডেলিগেট উপস্থিত ছিলেন। সভার প্রথম অধিবেশনে সাংগঠনিকব বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। দ্বিতীয় অধিবেশনে দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।