1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে আনতে উঁকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন: রফিকুল ইসলাম দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ রাজনীতিতে ফিরতে পারবে না গুমের সঙ্গে জড়িত কেউ: প্রেস সচিব কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইসলামী বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের নতুন বই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মিরাজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক- তৌহিদুল ইসলাম (মিনার মাষ্টার) আর নেই সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে: হাসান আরিফ ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর

“অনৈতিক রাজনীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত অবস্থান। নাসিক নির্বাচনে মেয়র পদে ফের নৌকার মাঝি হলেন ডাঃ সেলিনা হায়াত আইভি “

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ফের নৌকার মাঝি হলেন ডাঃ সেলিনা হায়াত আইভি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় ডাঃ আইভি-কে নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা আসে। ঘোষণার সাথে সাথে নারায়ণগঞ্জ শহরস্থ আওয়ামী লীগের অফিসে অবস্থানরত নেতা-কর্মী-সমর্থক নির্বিশেষে আনন্দ উল্লাসে ফেটে পড়ে। ‘শেখ হাসিনা,আওয়ামী লীগ,নৌকা, আইভি আপা’ ইত্যাদি শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে। শুরু হয় অনৈতিক রাজনীতির বিরুদ্ধে বিজয় মিছিল। মিছিলটি নারায়নগঞ্জ শহরস্থ কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সংশ্লিষ্ট অফিসে এসে শেষ হয়। শুরু হয় মিষ্টি বিতরণ। শুনা যায় নারায়ণগঞ্জ শহরে ঐ দিন মিষ্টির সংকট পড়ে যায়।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাসিক নির্বাচনে মেয়র পদে ডাঃ সেলিনা হায়াত আইভি-কে মনোনয়ন দিয়ে নারায়ণগঞ্জ বাসীর চাওয়া পাওয়া আশা আকাঙ্খাকে গভীরভাবে মূল্যায়িত করেছেন। এই জয় নারায়ণগঞ্জ বাসীর, এই জয় আওয়ামী লীগের।

আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দীপু বলেন, নারায়ণগঞ্জ বাসীর প্রাণের স্পন্দন ডাঃ সেলিনা হায়াত আইভি-কে মনোনয়ন দেওয়া হয়েছে, এতে নারায়ণগঞ্জ বাসীর জয় হয়েছে। ফলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা উল্লসিত।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি গভীরভাবে নিয়মিত পর্যবেক্ষন করেন। তাঁর এই পর্যবেক্ষনের ফল হলো নাসিক নির্বাচনে মেয়র পদে ডাঃ আইভি’র ফের মনোনয়ন লাভ। আমরা বিশ্বাস করি ক্লিন ইমেজের অধিকারী ডাঃ আইভি’র এই মনোনয়ন দেশীয় রাজনীতির ভবিষ্যৎ গতিধারায় পজিটিভ প্রভাব পড়বে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

এদিকে নারায়ণগঞ্জ শহরবাসীর সাথে এই প্রতিবেদক দীর্ঘ আলোচনা করে যা জানতে পেরেছেন তা হলো,নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একজন বিতর্কিত নেতা বর্তমানে সাংসদ পুরো নারায়ণগঞ্জ জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, টাকার বিনিময়ে পদ-পদবি বিক্রি, বিবিধ নির্বাচনে টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রিসহ যেসব অসুস্থ অনৈতিক রাজনীতির প্রচলন চালিয়ে আসছেন, ডাঃ আইভি’র মনোনয়ন সে রাজনীতির মুখে একটি চপেটাঘাত মাত্র। তার অনৈতিক কর্মকান্ডের কারণে
ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসায় করতে পারছে না, জমির প্রকৃত মালিকরা জমির ভোগদখলে যেতে পারছে না, কলকারখানার মালিকরা গোলযোগ মুক্ত পরিবেশে নিত্য পন্য উৎপাদন করতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। নারায়ণগঞ্জ বাসী এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। ডাঃ আইভি’র মনোনয়ন লাভ কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্ষদের অনৈতিক সন্ত্রাস নির্ভর রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বলে মনে করছেন আপামর নারায়ণগঞ্জ বাসী। নারায়ণগঞ্জ বাসী আরো আশা করে দেশব্যাপী বিবিধ নির্বাচনে ডাঃ আইভি’র মতো ক্লিন ইমেজের ব্যক্তিবর্গকে সুযোগ দিলে দেশ ও জাতি উপকৃত হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মিশন-ভীষন যথাযথ ভাবে কৃতকার্য হবে।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই ২০ ডিসেম্বর, আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৭ ডিসেম্বর। গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি’র সচিব জনাব হুমায়ুন কবীর খন্দকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com