বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপে আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন যারা— ১নং মহেড়া ইউনিয়নে সাবেক চারবারের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিভাস সরকার নূপুর, ২নং জামুর্কী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াছ আহমেদ, ৫নং বানাইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিসুর রহমান হুমায়ুন, ৬নং আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মাহাবুব আলম মল্লিক হুরমহল, ৮নং ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী, ১০নং গোড়াই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবীর ও ১৩নং বাঁশতৈল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন।
উপজেলা নির্বাচন অফিসসূত্র জানায়, আগামী ৫ জানুয়ারি এই আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।