বঙ্গনিউজবিডি ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। আর ভোগান্তিতে পড়ে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানায়, গত রাত ১১টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে মধ্য রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে তীব্র আকার ধারণ করে। এতে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
তিনি আরও বলেন, একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ছোট-বড় ৫৫টি যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকে পড়ে মাঝ নদীতে। এসময় তীব্র শীত ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঘাটে আটকা পড়া যাত্রী ও শ্রমিকরা। কুয়াশার তীব্রতা কমে গেলে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।