বঙ্গনিউজবিডি ডেস্ক: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পূর্তি। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, আনসার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন এনজিও সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আশিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম অপু ও সাবেক সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যদিকে জেলা ৬ উপজেলায় পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসন, আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিগণসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হচ্ছে।