বঙ্গনিউজবিডি ডেস্ক: পিরোজপুর সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকার চা বিক্রেতা মো. কবির হোসেনের গোয়ালঘর থেকে থেকে চারটি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলোর মালিক কবির হোসেনের ছোট চায়ের দোকানের আয় দিয়ে পরিবার চলে। এর পাশাপাশি বাড়তি আয়ের আশায় চারটি গরু পালন করতেন তিনি। গরুগুলোর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। হঠাৎ করেই গরুগুলো চুরি হওয়ায় তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন।
কবির হোসেনের স্ত্রী নাজমুন্নাহার বলেন, অনেক পরিশ্রম করে সব পুঁজি ব্যয় করে এই চারটি গরু বড় করেছি। আমাদের সব শেষ।
গরুগুলোর মালিক কবির হোসেনের ছেলে-মেয়েরা বলেন, আমরা খুব গরিব। আমরা তিন বোন এক ভাই। আমরা পড়াশোনাও করি। আমার বাবার এই আয়ের উৎস গরুগুলো হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
চুরির বিষয়টি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে কবিরের চারটি গরু শিকল কেটে কে বা কারা নিয়ে গেছে। আমরা তদন্ত করছি।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।