বঙ্গনিউজবিডি ডেস্ক: নিজের মালিকানাধীন টেসলা গাড়ি জ্বালিয়ে খবরের শিরোনাম হয়েছেন ফিনল্যান্ডের তৌমাস কাতাইনেন। শুধু গাড়ি জ্বালিয়েই ক্ষান্ত হননি তৌমাস, পুরো ঘটনার ভিডিও বানিয়ে ইউটিউবেও ছেড়েছেন। এরইমধ্যে সেই ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তৌমাস সবাইকে এই বার্তাই দিতে চেয়েছেন যে, ইলেক্ট্রিক গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কত বেশি।
টেসলার ২০১৩ মডেলের এস ইলেক্ট্রিক সেডানটি আট বছর ব্যবহার করেছিলেন তৌমাস। নানা ধরনের সমস্যা দেখা দেওয়ায় তিনি নিকটস্থ টেসলা সার্ভিস সেন্টারে নিয়ে যান। একমাস পরে তাকে ফোন করে বলা হয়, সেটি ঠিক করতে ২০ হাজার ইউরো (প্রায় ১৯ লাখ টাকা) খরচ হবে।
বিরক্ত হয়ে গাড়িই জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৌমাস। ৩০ কেজি ডিনামাইট ব্যবহার করে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন তৌমাস। গাড়িটি জ্বালিয়ে দেওয়ার আগে তার ভেতরে রাখা হয় টেসলা নির্বাহী ইলন মাস্কের পুতুল। সূত্র : দ্য উইক