বঙ্গনিউজবিডি ডেস্ক: জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৯৬ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আবদুর রহমান রনি প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেয়া হতো। দশ বছর পরে আজ কিন্তু দরিদ্র শব্দটা মুছে গেছে। এখন মেধাবী শিক্ষার্থীদের তাদের মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তি দেওয়া হচ্ছে।