1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে আনতে উঁকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন: রফিকুল ইসলাম দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ রাজনীতিতে ফিরতে পারবে না গুমের সঙ্গে জড়িত কেউ: প্রেস সচিব কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইসলামী বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের নতুন বই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মিরাজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক- তৌহিদুল ইসলাম (মিনার মাষ্টার) আর নেই সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে: হাসান আরিফ ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর

নাসিক নির্বাচন : লাইম-লাইটে এড.আনিসুর রহমান দীপু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন ভবিষ্যত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকবৃন্দ। শুধু তাই নয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতির উপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অনেক আগে থেকেই ডাঃ আইভি গ্রুপ এবং শামীম গ্রুপে বিভক্ত হয়ে আছে। আগামী নাসিক নির্বাচন সামনে রেখে এই বিভক্তি আরো প্রকট আকার ধারণ করেছে।

নির্বাচনে ডাঃ সেলিনা হায়াত আইভি দলীয় প্রতিক নৌকা মার্কা এবং স্বতন্ত্র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকার হাতি মার্কা নিয়ে মেয়র পদে নির্বাচিত হতে ভোট যুদ্ধে নেমে পড়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এড. তৈমুরের ইতিপূর্বে যদিও কোন নির্বাচনে বিজয়ী হওয়ার রেকর্ড নাই তবুও অন্তত ৩ টি কারণে এবার তিনি মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ ৩ টি (ক) খেলা হবে শামীম ওসমানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগে দ্বিধা বিভক্তি, যাকে ডাঃ আইভি ইতিমধ্যে গডফাদার হিসেবে চিহ্নিত করে বলেছেন, এই উপাধি তার ৩০ বছরের দীর্ঘ নেতিবাচক রাজনীতির ফল। (খ) কখনো চেয়ারম্যান আবার কখনো মেয়র এভাবে ডাঃ আইভি দীর্ঘদিন নারায়নগঞ্জ শাসন করে আসছেন, যদিও তিনি ক্লীন ইমেজের মহিলা তবু জনগন এবার বিকল্প কিছু চাচ্ছে।(গ) এড. তৈমুরের সমর্থনে বিএনপি, জামায়াত ছাড়াও ইতিমধ্যে সমর্থন জানিয়েছে ওসমান পরিবারের আরেক সন্তান জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান সমর্থিত অন্তত ৪ জন চেয়ারম্যান। তাছাড়া হেফাজত-সহ অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক দলতো রয়েছেই। সুতরাং এসব বিবেচনায় এবার এড. তৈমুরের মেয়র পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

ডাঃ আইভি ২০১১ সালের প্রথম মেয়র পদের নির্বাচনে ১ লাখেরও বেশী ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন তার জন্ম-জন্মান্তরের প্রতিদ্বন্দ্বী খেলা হবে শামীম ওসমান-কে। ২০১৬ সালের একই নির্বাচনে তিনি তৎকালীন বিএনপি প্রার্থী এড. সাখাওয়াত-কে পরাজিত করেছিলেন প্রায় ৭৮ হাজার বেশি ভোটের বিশাল ব্যবধানে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিউর রাব্বি বলেন, একা লড়ে কখনো জেতা যায় না। দলের একটা অংশের বিরোধিতা সত্ত্বেও ডাঃ আইভি বারবার বিজয়ী হচ্ছেন। যেহেতু তিনি নারায়ণগঞ্জ বাসীকে হতাশ করেন নাই। প্রতিশ্রুতির বরখেলাপ করেন নাই, সেহেতু তিনি ভবিষ্যতেও নির্বাচিত হবেন।

আগামী ১৬ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে দলের মাসলম্যান গ্রুপ পূর্বের ন্যায় এবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খেলা হবে শামীম ওসমানের নেতৃত্বে এই গ্রুপে যারা সক্রিয় তারা হলেন এড. খোকন সাহা, এড. আবুল হাসান মোহাম্মদ শহীদ বাদল, ও বাবু চন্দন শীল। তাছাড়া রয়েছে ছাত্র লীগ যুব লীগের একাংশ। কয়েকদিন পূর্বে খোকন সাহার একটি অডিও ক্লিপ ফাঁস হয়। সেখানে শুনা যায় তিনি ডাঃ আইভির পক্ষে নির্বাচন করার জন্য দলীয় একজন ব্যবসায়ী নেতার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। অনেকে মনে করছেন এটা ডাঃ আইভির ক্লিন ইমেজকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র মাত্র। এতদ বিষয়ে কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রফিউর রাব্বি বলেছেন ডাঃ আইভি নির্বাচনি মাঠে একা লড়ছেন। আসলে কি তাই? তার এই বক্তব্য অনেকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুতা বিরোধী অংশ সবসময়ই ক্লিন ইমেজের রাজনীতিবিদ ডাঃ আইভির সক্রিয় সমর্থক। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দীপু, সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য শহীদ উল্লাহ, আবদুল কাদের, আদিনাথ বসু, তারাবো পৌর মেয়র হাসিনা গাজী-সহ অসংখ্য নেতা কর্মী সমর্থক। তাছাড়া দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রতিনিয়ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে সভা-সমাবেশ করে চলেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেমন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মীর্জা আজম, বাহাউদ্দীন নাসিম প্রমূখ। খেলা হবে শামীম ওসমানের ডাঃ আইভি বিরোধী অবস্থানের বিরুদ্ধে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়ে তারা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব ডাঃ আইভি-কে নৌকা মার্কা উপহার দিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। যারা দলীয় সীদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীরকে বহিষ্কার এবং মহানগর ছাত্র লীগের কমিটিকে ভেঙ্গে দেওয়া হয়েছে। বিলুপ্ত ছাত্র লীগের সদ্য সাবেক সভাপতি এক সাক্ষাৎকারে বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোক তাকে ডাঃ আইভির পক্ষে কাজ করার জন্য প্রচন্ড চাপ দিয়ে যাচ্ছে। মূলতঃ এরা সবাই খেলা হবে শামীম ওসমানের লোক।

নারায়ণগঞ্জ স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে যিনি মাঠে ঘাটে পথে প্রান্তরে বিবিধ মিডিয়ায় ডাঃ আইভির পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি হলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দীপু। ১৯৭৮ সালে আওয়ামী ছাত্র লীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। ১৯৮০ সালে ধামগড় ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে শুরু হয় তার দায়িত্বশীল রাজনৈতিক কর্মকান্ড। নিজের ক্লিন ইমেজের কারণে তিনি নিজ দলের সর্বস্তরে একটা স্থায়ী অবস্থান তৈরী করতে সক্ষম হন্। ডাঃ আইভির মতো তিনিও সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুতা বিরোধী রাজনীতি করো যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। নারায়ণগঞ্জ বারের ৩ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ৪ বারের নির্বাচিত সভাপতি তিনি। গতবারের বার কাউন্সিল নির্বাচনেও তিনি সভাপতি পদে লড়বার সীদ্ধান্ত নিলে খেলা হবে শামীম ওসমানের প্রচন্ড ষড়যন্ত্র ও বিরোধিতার কারণে শেষ পর্যন্ত নির্বাচন করা থেকে সরে যেতে বাধ্য হন্। এড.দীপু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একজন যোগ্য প্রার্থী ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও তাকে ঐ পদে পদায়নের পক্ষে ছিলেন। কিন্তু জনশ্রুতি রয়েছে যে, খেলা হবে শামীম ওসমান মোটা অংকের অর্থের বিনিময়ে পদটি আবুল হাসান মোহাম্মদ শহীদ বাদলের নিকট বিক্রি করে দেন। সাম্প্রতিক সময়ে ডাঃ আইভির পক্ষে এড. দীপুর জোরালো সক্রিয় সমর্থন প্রদানের কারণে অনেকটা হতাশ হয়ে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের কাছে খেলা হবে শামীম ওসমান বলেন, আপনার এবং আপনার পাইক-বরকন্দাজদের পরামর্শে আমি বাদলকে সাধারণ সম্পাদক বানিয়েছিলাম। এখন দীপুতো সব শেষ করে দিচ্ছে। আমি আপনার ও আপনার পাইক-বরকন্দাজদের কোন সমর্থন পাচ্ছি না।আগামীতে নারায়নগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে ডাঃ আইভি এবং এড. দীপু। তার কথায় মুজিবুর রহমান মুচকি হেসে বললেন, আমি ছেলের নির্বাচন নিয়ে ব্যস্ত আছি।

গত ৮ জানুয়ারি এটিএন-বাংলার একটি টকশোতে এড. দীপু বলেন, নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ ডাঃ আইভির পক্ষে রয়েছে। তবে কিছু দুষ্কৃতকারী বন্ধু বেশে কাছে এসে ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এ ব্যপারে সতর্ক রয়েছি। তিনি কবি হেলাল হাফিজের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, এখানে কেউ আসে সংসার সাজাতে, কেউ আসে সংসার ভাঙতে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বলয় আমাদের বলয়, শেখ হাসিনার বলয় আমাদের বলয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা আমাদের দায়িত্ব অর্থাৎ ডাঃ সেলিনা হায়াত আইভির পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, প্রস্তুতিমূলক বৈঠক ইত্যাদি করে যাচ্ছি। যারা শীর্ষ নেতৃত্বের নির্দেশনার বিরুদ্ধে কাজ করছেন তাদের খুঁটির জোর কোথায় ভেবে দেখার সময় হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিবেন,এটা আমরা বিশ্বাস করি।

গত ৩ জানুয়ারি ২ নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এড. আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় ডাঃ আইভির পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভার মাধ্যমে পেশাজীবীদের একাট্টা করতে পেরেছেন এড. দীপু। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম,ন্যাপের সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, সুমিত রায় নন্দী, ডাঃ অলক রায়, ডাঃ মমতাজ উদ্দিন ভূইয়া। এড. দীপুর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. নাজিবুল্লাহ হীরু, ত্রান বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই,মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, ও সোনারগাঁও উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান কাজল। উল্লেখ্য যে, খেলা হবে শামীম ওসমান গ্রুপের আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও এড. খোকন সাহা রহস্যজনক ভাবে উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এড. দীপু নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা, আইপি টিভি চ্যানেল, জাতীয় টিভি চ্যানেল, ও জাতীয় পত্রপত্রিকায় ডাঃ আইভির পক্ষে যেভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাতে অনেকে বলছেন, এই নির্বাচন ডাঃ আইভির নির্বাচন নয় এই নির্বাচন এড. দীপুর নির্বাচন।

এই প্রতিবেদক নারায়ণগঞ্জের রাজনীতি সচেতন কিছু ব্যক্তিবর্গের সাথে আলাপকালে যা জেনেছেন, খেলা হবে শামীম ওসমান তথা ওসমান পরিবার ডাঃ আইভি তথা চুনকা পরিবারকে নারায়নগঞ্জের রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় করতে চাচ্ছেন। কারণ ভূইয়া পরিবার স্বেচ্ছায় কিংবা ভয়ে রাজনীতির ময়দান ত্যাগ করেছেন। এখন চুনকা পরিবারকে যদি সাইজ করা যায় তাহলে আগামী কয়েক প্রজন্ম নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে দাদাগীরী চালিয়ে যেতে কোন সমস্যা হবে না। কিন্তু সব হিসাব নিকাশ ব্যর্থ করে দিয়ে ডাঃ আইভি যদি নির্বাচনে বিজয়ী হয়ে যেতে পারেন তাহলে তিনি নারায়ণগঞ্জ তথা সার্বিক আওয়ামী লীগের রাজনীতিতে এক “পলিটিকাল হিমালয়” হিসেবে আবির্ভূত হবেন। সেক্ষেত্রে খেলা হবে শামীম ওসমান তথা ওসমান পরিবার মূষিক তুল্য বিবেচিত হবেন। এহেন পরিস্থিতি সামাল দেওয়া ওসমান পরিবারের পক্ষে আর সম্ভব হবে না। আবার কেউ কেউ বলছেন, ডাঃ আইভি যদি এডভোকেট তৈমুর আলম খন্দকারের নিকট নির্বাচনে হেরেও যান তাহলেও খেলা হবে শামীম ওসমান তথা ওসমান পরিবারের কোন লাভ হবে না। এই হারের জন্য আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব-সহ সবাই খেলা হবে শামীম ওসমান তথা ওসমান পরিবারকেই দায়ী করবেন। মোদ্দা কথা হলো ওসমান পরিবারের জন্য ভবিষ্যত রাজনীতির মাঠ মারাত্মক অমসৃণ হয়ে দেখা দিবে। এমনকি তাদের রাজনৈতিক জীবনের অপমৃত্যুও হতে পারে।

আর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যত রাজনীতি পরিচালিত হবে ডাঃ সেলিনা হায়াত আইভি এবং এডভোকেট আনিসুর রহমান দীপুর নেতৃত্বে। চাই এডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনে হারজিত যা-ই হোক না-কেন!!!!!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com