বঙ্গনিউজবিডি ডেস্ক: মুরগির দামে অবশেষে স্বস্তি পেতে শুরু করেছেন ক্রেতারা। গত সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা করে আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা দরে, এক সপ্তাহ আগেও যার দাম ছিলো ১৮০-১৮৫ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা দরে, গত সপ্তাহে যার দাম ছিলো ২৬০-২৮০ টাকা।
মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেলেও শীতকালীন সবজির ভরা মৌসুমেও সবজির দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাজারে। কিছু সবজিরে দাম আগের মতোই থাকলেও উল্টো বেড়ে গেছে শশাসহ কয়েকটি সবজির দাম।
গত সপ্তাহের ২০-৩০ টাকা দরের শশা এই সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে, গেলো সপ্তাহের চেয়ে যা প্রায় তিনগুণ। শীতকালীন সবজি ফুল কপির দামও বেড়েছে আগের চেয়ে। ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়ে পিস প্রতি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০- ৬০ টাকা।
শশার এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা শশার সরবরাহ হঠাৎ করেই কমে যাওয়াকে দায়ী করছেন। শশা, ফুলকপির সাথে শিমের বাজারও চড়া এই সপ্তাহে। প্রায় ২০ টাকা বেড়ে কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা দরে।
বাজার ঘুরে দেখা যায়, সবজির মতো সব ধরনের চালের মূল্য বেড়ে গেছে সপ্তাহের ব্যবধান। সব ধরনের চালই কেজিপ্রতি বিক্রি হচ্ছে আগের সপ্তাহের চেয়ে ২-৩ টাকা বেশি দরে।
বাজারে অপরিবর্তিত আছে গাজর, বরবটি, টমেটোসহ কিছু সবজির দাম। বরবটির কেজি গেলো সপ্তাহের মতোই ৬০-৭০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা করে। শীতের পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা করে।
এদিকে মাছের বাজার আগের মতোই স্থিতিশীল আছে বলে জানান বিক্রেতারা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকায়, রুই মাছের কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা। চিংড়ির দামও আগের মতোই ৫৫০-৬৫০ টাকা।