বঙ্গনিউজবিডি ডেস্ক:বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এটি বেড়ে গেল দুই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮৪ ডলার ছুঁয়েছে। এ দিকে চলতি বছর জ্বালানি তেলের দাম ১০০ ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা।
সীমিত চাহিদা ও ওমিক্রনের দোহাই দিয়ে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল উত্তোলন স্থগিত রেখেছে। প্রতিমাসে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানোর চেষ্টা সত্ত্বেও প্রযুক্তিগত জটিলতায় বিভিন্ন দেশে সরবরাহে তা ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে গণমাধ্যম।
২০২০ সালে করোনা মহামারিতে চাহিদা তলানিতে নামার পর তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ছোট উৎপাদনকারীদের অনেকেই সরবরাহ বাড়ানোর সাহস পাচ্ছেন না বলে জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে। সীমিত উৎপাদন ক্ষমতা আর স্বল্প বিনিয়োগের কারণে বছরের দ্বিতীয়ার্ধে তেলের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
গবেষণা তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ বৃদ্ধি পাবে কারণ উৎপাদকরা দেশের শীর্ষ শেল তেল ক্ষেত্র, পশ্চিম টেক্সাসের পারমিয়ান বেসিন এবং নিউ মেক্সিকোতে সম্প্রসারণের মাধ্যমে দ্রুত উৎপাদনের পথ প্রশস্ত করছে। আলাদাভাবে, মুদ্রাস্ফীতির বিষয়ে উদ্বেগ ফেডারেল রিজার্ভের উপর চাপ সৃষ্টি করে সুদের হার বৃদ্ধির জন্য জোর দিচ্ছে।