বঙ্গনিউজবিডি ডেস্ক : স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির জরুরি সেবা বিভাগ।
আঞ্চলিক ফায়ার সার্ভিস এক টুইটার পোস্টে জানায়, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকার বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ৬টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।
তারা জানায়, এ ঘটনায় পাঁচজন মারা গেছেন। এছাড়া প্রচণ্ড ধোঁয়ায় আহত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দমকল কর্মীরা আগুন থেকে ২৫ জনকে উদ্ধার করেছে এবং বাকি ৭০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তারা।