বঙ্গনিউজবিডি ডেস্ক: কোভিড-১৯ বাড়ার জেরে আরোপিত সাপ্তাহিক কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ। সেইসঙ্গে খুলে দেয়া হচ্ছে সিনেমা হলগুলোও।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
একইসঙ্গে ভারতের রাজধানী শহরের সরকারি-বেসরকারি সব অফিস পূর্ণ জনবল নিয়ে চালানোর নির্দেশনা জারি করা হয়েছে।
‘ওড-ইভেন’ নিয়ম মেনে দিল্লির সব মার্কেটের দোকানপাঠ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
দিল্লির সিনেমা হলগুলো অর্ধেক আসন নিয়ে চলবে। সেইসঙ্গে কোভিডবিধিও মানতে হবে তাদের।
দিল্লিতে বার খুলে রাখারও অনুমতি দেয়া হয়েছে।
নতুন নির্দেশনায় স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে একটি সূত্রে জানা গেছে, ভারতে শিগগিরই স্কুল খুলে দেয়া হতে পারে।
ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার ৪ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ১৩ জানুয়ারিতে দিল্লিতে সর্বোচ্চ ২৮ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়।