বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইলের পোশাক কারখানার সংঘঠিত অগ্নিকাণ্ড ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
শুক্রবার বিকেল ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের অন্তত ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি।
কারখানার শ্রমিকরা জানান, মূলত শুক্রবার হওয়ায় কারখানায় ছুটি ছিল, কেউ কাজে আসেনি। এতে করে কোন শ্রমিক ভেতরে আটকে পড়েনি বা কেউ হতাহত হয়নি। এই কারখানায় অগ্নি নির্বাপনের সব ধরনের ব্যবস্থা রয়েছে। তবে যারা এই যন্ত্রগুলো চালাতে পারে তারা না থাকায় আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।
তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।