মঙ্গলবার দুপুরে কাজীর দেউড়ি মোড়ে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর আগে নগরের কাজীর দেউড়িতে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী সর্বত্র বাংলায় লেখা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, বাংলা ভাষার জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এত বছর পরও আমরা বাংলা ভাষাকে ভালোবাসতে পারিনি, হৃদয়ে ধারণ করতে পারিনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিষয়টি আমাদের পীড়া দেয়। চট্টগ্রামে সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছি। ট্রেড লাইসেন্স ইস্যুর সময় সাইনবোর্ডে বাংলায় লিখতে বলেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সময়ে সচেতনার পাশাপাশি সতর্ক করে দিয়েছেন। কিন্তু এরপরও অনেকে কর্ণপাত করেননি। আমরা সবাইকে অনুরোধ করবো ভাষাকে ভালোবেসে এ কার্যক্রমে এগিয়ে আসতে। কেউ আইন অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নামফলকে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখাকে সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ (মঙ্গলবার) থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইংরেজি নামফলকে কালো রং লাগিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান চলবে।