বঙ্গনিউজবিডি ডেস্ক:কোনোমতে এসএসসি পাস করেছেন তিনি। কলেজের মেঝেতে পা দিতে না পারলেও তিনি নামকরা সার্জন। শুধু নামের আগে ডাক্তার বা নামের পরে বিশেষ ডিগ্রি দিয়েও ক্ষান্ত হননি তিনি। ডাক্তারি জীবনে বেশ কয়েকজন রোগীর জটিল অপারেশনও করেছেন! নিজ এলাকায়ও রয়েছে তার বেশ নামডাক। ৭ বছর ধরে করছেন বিভিন্ন রোগের চিকিৎসা।
তবে বেশিদিন টেকেনি এসএসসি পাস এই ভুয়া সার্জনের চিকিৎসাজীবন। এতোদিন পর বেরিয়ে এল তার আসল পরিচয়। অবশেষে র্যাবের হাতে আটক হয়েছেন মো. জালাল হোসেন (৩৪) নামের এই প্রতারক।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। সোমবার অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পূর্বপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জালাল হোসেন (৩৪) নামে এই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৭। আটক জালাল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী ইউনিয়নের রুহুল আমিন হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, নগরীর বন্দর থানার কলসিদীঘির পূর্বপাড়ে ‘আরকে ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসি খোলেন জালাল। সেখানে নিজে রোগী দেখার জন্য একটি চেম্বারও করেন। ওষুধ লেখার প্যাডে জালাল নিজেকে এমবিবিএস পাস ডাক্তার হিসেবে উল্লেখ করেন। এরপর সেখানে লোকজনকে জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করাতে থাকেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, আটক জালাল দীর্ঘদিন ধরে প্রতারণা করে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।