বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল এবং বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
ডা. এএইচএম এনায়েত হোসেন বলেন, ভর্তি কমিটির এক সভায় আজ সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি এখনো অফিস অর্ডার আকারে আসেনি।
প্রসঙ্গত, করোনার মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন।