শরীফ প্রধান
কুমিল্লা উত্তর প্রতিনিধি:
প্লাবন ভূমিতে মৎস্য চাষে বাংলাদেশে মডেল কুমিল্লার দাউদকান্দি উপজেলা। দাউদকান্দি মডেলের বিভিন্ন মৎস্য প্রকল্পের শেয়ার হোল্ডার, পরিচালক ও জমির মালিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা।
উপজেলার রায়পুরে অবস্থিত আরডিবি মৎস্য চাষ প্রকল্প সংলগ্ন মাঠে বুধবার এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিকেবি দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মো. সফি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিকেবি কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ।
বিশেষ অতিথি ছিলেন, বিকেবি প্রধান কার্যালয় ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, বিকেবি প্রধান কার্যালয় রৃন আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুর রহমান ফকির, বিকেবি কুমিল্লা অঞ্চলের মুখ্য অাঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হায়াত মাহমুদ খান।
মৎস্যচাষ মডেল” উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলো, হাজ্বী আলী আহাম্মেদ মিয়াজী, মো. নূরআলম, একরামুল ইসলাম অপু।অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলো, বাংলাদেশ কৃষি ব্যাংক দাউদকান্দি, আসমানিয়া, ছালিয়াকান্দি ও মাছিমপুর শাখা।