ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বেশ আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠ কিংবা মাঠের বাইরে, আলোচনা আর সমালোচনা যেন তার নিত্য সঙ্গী! গত রোববার আরো একটি আলোচনার জন্ম দিয়েছেন সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দুই সংস্করণের জন্য ঘোষিত দলে নাম থাকলেও মানসিক অবসাদের কারণ দেখিয়ে এই সফরে যেতে চান না টাইগার অলরাউন্ডার। সাকিবের এমন ভাবনায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না বলে আগেই বোর্ডকে চিঠি দিয়েছিলেন সাকিব। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত আইপিএলের নিলামে দল পাননি সাকিব। পরে সাকিবের সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি জানান, টেস্ট সিরিজেও পাওয়া যাবে সাকিবকে। টেস্টের জন্য দল ঘোষণা হলে সেখানে এই আসে বাঁহাতি অলরাউন্ডের।
এজন্য ক্ষুব্ধ পাপন আজ (সোমবার) গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে জানান, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলত কীভাবে? পাপন বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’
সাকিবের মন্তব্যের প্রসঙ্গে পাপনের কাটছাঁট জবাব, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।’
সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার পিছনে আরেকটি কারণ হিসেবে দাঁড় করেছেন তার সম্প্রতি ফর্ম। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তার। এজন্য আফগানিস্তান সিরিজটি উপভোগ করেননি তিনি। এখানেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাপন। তবে কী বাংলাদেশের পাওয়া জয় উপভোগ করেননি সাকিব?
পাপন বলেন ‘সাকিব বলছে আফগান সিরিজে সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি। কেন? তার যদি অফফর্ম থাকত, সে বলতে খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।’