বঙ্গনিউজবিডি ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে খুচরা বাজারে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায় ও দেশি পেঁয়াজ ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা ধরে। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বুধবার (৯ মার্চ) সকালে বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে আমদানি বৃদ্ধির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজ ক্রেতা পরিমল চন্দ্র জানান, মঙ্গলবার (৮ মার্চ) থেকে আজ বুধবার কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৪ টাকা কমেছে। যার জন্য বেশি করে কিনলাম। ২০ টাকার নিচে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের সুবিধা হতো।
পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারণে হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। আগের থেকে ক্রেতাও বেশি ও পেঁয়াজ বিক্রিও হচ্ছে বেশি। কম দামে কিনে আমরা কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) ভারতীয় ৩২ ট্রাকে ৯০১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।