বঙ্গনিউজবিডি ডেস্ক: নিত্যপণ্যের বাজারের কোথাও স্বস্তি নেই। তেল থেকে শুরু করে চাল ডাল-সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। সবজির দামও নেই নাগালের মধ্যে। তবে শুধু আলুর দামই ছিল ক্রেতার নাগালে। ১৫ টাকা কেজিতে এই সবজিটি কিনে অনেকেই কোনোমতে দিন গুজরান করছিলেন। এবার সেই আলুর দামও বেড়ে গেল কেজিতে ১০-১৫ টাকা!
গত সপ্তাহেও খুচরা বাজারে ১ কেজি সাদা আলু বিক্রি হয়েছে ১৫ টাকায়। সপ্তাহ ঘুরতেই এখন সেটা বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। লাল আলুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ২০ টাকা কেজির লাল আলু এখন ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে শেষ সবজিটাও ক্রেতার নাগাল থেকে বেরিয়ে গেল। ধারণা করা হচ্ছে, রমজানকে সামনে রেখেই এই কারসাজি করা হয়েছে।
হঠাৎ কেন বেড়ে গেল আলুর দাম, তা নিয়ে খুচরা বিক্রেতারা আওড়াচ্ছেন সেই পুরোনো বুলি- আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনি, তাই আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, পাইকারি বিক্রেতারা বলছেন, এবার ক্ষেত থেকে আলু তোলার সময় বৃষ্টি হয়েছিল। সে কারণে অনেক আলু পঁচে গেছে। ফলে সরবরাহ কমায় বেড়ে গেছে দাম।
তবে কিছু কিছু ক্রেতা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, কৃষকদের কাছ থেকে যখন সব আলু পানির দামে কিনে নিয়েছেন ব্যবসায়ীরা, তখন সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সামনে রমজান, সেটাকেই টার্গেট করা হয়েছে। সামনে হয়তো দাম আরও বাড়ানো হবে। তাই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।