এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে না যাওয়ার জন্য নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অফ স্টেট জানায়, ইউক্রেনে আটকা পড়া নাগরিকদের উদ্ধার করে আনতে স্বক্ষম হবেনা তদের প্রশাসন।
শুক্রবার মার্কিন মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই মুহূর্তে ইউক্রেনে যাওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। যারা ওই দেশটিতে আটকা পড়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে ইউক্রেন ছাড়ার চেষ্টা করা উচিত। বিশেষ করে ওই সমস্ত মার্কিন নাগরিকদের যারা কিনা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনে অবস্থান করছেন। তারা মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। বিশেষ করে তাদের জন্য মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। সূত্র: আলজাজিরা