ডেস্ক: ইউক্রেন থেকে আসা শরণার্থীদের থাকার জন্য নিজেদের অতিরিক্ত কক্ষ বা সম্পত্তি অন্তত ছয় মাসের জন্য ছেড়ে দিলেই প্রতি মাসে ৩৫০ পাউন্ড দেবে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য এই প্যাকেজ ঘোষণা করেছে বরিস জনসনের প্রশাসন। তবে শর্ত হচ্ছে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া এসব শরণার্থীদের অন্তত ছয় মাস থাকার ব্যবস্থা করতে হবে।
পরিবারে কেউ যুক্তরাজ্যে বসবাস করে না এমন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এই নতুন প্রকল্প হাতে নিয়েছে ব্রিটিশ সরকার।সূত্র: আল জাজিরা