বঙ্গনিউজবিডি ডেস্ক: জনতা ব্যাংক লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান ও এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বুধবার (১৬ মার্চ) রাত ১২টা এক মিনিটে কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মো. আব্দুল মজিদ, রুবীনা আমীন ও মেশকাত আহমেদ চৌধুরী, ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. আসাদুজ্জামান ও মো. কামরুল আহছানসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দ ও কর্মচারিবৃন্দ।
প্রসঙ্গত, কর্মসূচির অংশ হিসেবে থাকছে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিদিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী। কর্মসূচিতে আরও রয়েছে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও মিলাদ মাহফিল।